Registration File. বাইক রেজিষ্ট্রেশন ফাইল। - Bajaj Motorcycle Bangladesh, Dealer of Uttara Motors Ltd.

We Bajaj Point 3S Exclusive Dealer of Uttara Motors Ltd in Dhaka.

আমাদের সরাসরি কল করুন।

01813-174514

Post Top Ad

demo-image
Registration_File

Registration File. বাইক রেজিষ্ট্রেশন ফাইল।

Share This

আসলামু আলাইকুম,
আশা করি আল্লাহর দয়ায় সবাই ভাল আছেন। অনেক কাষ্টমারকে দেখেছি বাইক কিনার পর ফাইল নিয়ে অনেক ভোগান্তিতে পড়েন। শুরুম থেকে কি কি কাগজ বুঝে নিবেন তাও ভালভাবে জানেন না। পরে দেখা যায় বি.আর.টি.এ তে গিয়ে আবার ফেরত আসতে হয়। তাদের জন্য আমার আজকের এই লেখা। ধৈর্য সহকারে পুরো লেখাটি পড়বেন। ইনশাআল্লাহ উপকৃত হবেন।
রেজিষ্ট্রেশনের জন্য যে ফাইলটি দরকার হয় তা মোটামোটি 20-25 পাতার হয়। আমি নিচে সবগুলো পাতা সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্ঠা করেছি মাত্র। (এটি শুধুমাত্র সিকেডি মোটরসাইকেলের জন্য প্রযোয্য হবে।)
পাতা- 01
শুরুম কর্তৃক প্রদানকৃত প্রত্যয়ন পত্র।
1_certify_letter
পাতা- 02
ডিলারের নমুনা স্বাক্ষর (এক জেলা থেকে ক্রয় করে অন্য জেলায় নাম্বার করার সময় দরকার হয়)
2_sample_signature
পাতা- 03
এইচ ফর্ম -1 (এটি কিভাবে পূরণ করবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন)
3_h_form_1
পাতা- 04
এইচ ফর্ম -2 (এটি কিভাবে পূরণ করবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন)
3_h_form_2
পাতা- 05
এইচ ফর্ম -2 (এটি কিভাবে পূরণ করবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন)
3_h_form_3
পাতা- 06
(শুরুম কর্তৃক প্রদানকৃত সেল সার্টিফিকেট)
4_sale_certificate_by_showroom
পাতা- 07
(শুরুম কর্তৃক প্রদানকৃত ডেলিভারী চালান)
5_delivery_challan_by_showroom
পাতা- 08
(শুরুম কর্তৃক প্রদানকৃত মূশক-11)
6_mushak_11_issued_by_showroom
পাতা-09
(শুরুম কর্তৃক প্রদানকৃত ট্রেজারী চালান)
7_treasury_challan
পাতা- 10
(শুরুম কর্তৃক প্রদানকৃত ক্রয় চালান/মূশক ক্রয় চালান)
8_mushak_11_buy_challan
পাতা- 11
(গেইট পাসা- অরিজিনাল নিতে হবে)
9_gate_pass
পাতা- 12
(শুরুম কর্তৃক প্রদানকৃত সিকেডি- পাতা-1 যে মোটরসাইকেলটি আপনি নিয়েছেন ওটি যেই ইসভয়েসে আছে সেটার পুরা সেট নিতে হবে।)
10_ckd_front_page
পাতা- 13
(সিকেডির ২য় পাতা। এরকম আরও 3-4টা পাতা হবে।)
11_ckd_rear_page
পাতা- 14 (ইনভয়েস)
12_invoice
পাতা- 15 (বিল অব এন্ট্রি-1)13_bill_of_entry_page_1
পাতা- 16 (বিল অব এন্ট্রি-2)
14_bill_of_entry_page_2
পাতা- 17 (প্যাকিং লিস্ট-1)15_packing_list_fron_page
পাতা- 18 (প্যাকিং লিস্ট-2) এরকম সর্ম্পূণ লিস্ট নিতে হবে।16_packing_list_rear_page
পাতা- 19 (বিল অব লেডিং)
17_bill_of_lading
পাতা- 20 (এল.সি কপি)
18_lc_copy
উপরে দেওয়া ইমেজগুলো ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
পরবর্তীতে আপনাদের সামনে আরও তিনটি নতুন বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।
1. কিভাবে ব্যাংকে টাকা জমা দেওয়ার স্লিপ পূরণ করবেন।
2.  কিভাবে ব্যাংক স্লিপ পরিচিতি।
3. কিভাবে ক্রেতা বিক্রেতা স্ট্যাম্প পূরণ করবেন।
Comment Using!!

No comments:

Post a Comment

আপনার মূল্যবান মতামত আশা করছি।

Post Bottom Ad

Pages