আশা করি আল্লাহর দয়ায় সবাই ভাল আছেন। অনেক কাষ্টমারকে দেখেছি বাইক কিনার পর ফাইল নিয়ে অনেক ভোগান্তিতে পড়েন। শুরুম থেকে কি কি কাগজ বুঝে নিবেন তাও ভালভাবে জানেন না। পরে দেখা যায় বি.আর.টি.এ তে গিয়ে আবার ফেরত আসতে হয়। তাদের জন্য আমার আজকের এই লেখা। ধৈর্য সহকারে পুরো লেখাটি পড়বেন। ইনশাআল্লাহ উপকৃত হবেন।
রেজিষ্ট্রেশনের জন্য যে ফাইলটি দরকার হয় তা মোটামোটি 20-25 পাতার হয়। আমি নিচে সবগুলো পাতা সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্ঠা করেছি মাত্র। (এটি শুধুমাত্র সিকেডি মোটরসাইকেলের জন্য প্রযোয্য হবে।)
পাতা- 01
শুরুম কর্তৃক প্রদানকৃত প্রত্যয়ন পত্র।
পাতা- 02
ডিলারের নমুনা স্বাক্ষর (এক জেলা থেকে ক্রয় করে অন্য জেলায় নাম্বার করার সময় দরকার হয়)
পাতা- 03
এইচ ফর্ম -1 (এটি কিভাবে পূরণ করবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন)
পাতা- 04
এইচ ফর্ম -2 (এটি কিভাবে পূরণ করবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন)
পাতা- 05
এইচ ফর্ম -2 (এটি কিভাবে পূরণ করবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন)
পাতা- 06
(শুরুম কর্তৃক প্রদানকৃত সেল সার্টিফিকেট)
পাতা- 07
(শুরুম কর্তৃক প্রদানকৃত ডেলিভারী চালান)
পাতা- 08
(শুরুম কর্তৃক প্রদানকৃত মূশক-11)
পাতা-09
(শুরুম কর্তৃক প্রদানকৃত ট্রেজারী চালান)
পাতা- 10
(শুরুম কর্তৃক প্রদানকৃত ক্রয় চালান/মূশক ক্রয় চালান)
পাতা- 11
(গেইট পাসা- অরিজিনাল নিতে হবে)
পাতা- 12
(শুরুম কর্তৃক প্রদানকৃত সিকেডি- পাতা-1 যে মোটরসাইকেলটি আপনি নিয়েছেন ওটি যেই ইসভয়েসে আছে সেটার পুরা সেট নিতে হবে।)
পাতা- 13
(সিকেডির ২য় পাতা। এরকম আরও 3-4টা পাতা হবে।)
পাতা- 14 (ইনভয়েস)
পাতা- 15 (বিল অব এন্ট্রি-1)
পাতা- 16 (বিল অব এন্ট্রি-2)
পাতা- 17 (প্যাকিং লিস্ট-1)
পাতা- 18 (প্যাকিং লিস্ট-2) এরকম সর্ম্পূণ লিস্ট নিতে হবে।
পাতা- 19 (বিল অব লেডিং)
পাতা- 20 (এল.সি কপি)
উপরে দেওয়া ইমেজগুলো ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
পরবর্তীতে আপনাদের সামনে আরও তিনটি নতুন বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।
1. কিভাবে ব্যাংকে টাকা জমা দেওয়ার স্লিপ পূরণ করবেন।
2. কিভাবে ব্যাংক স্লিপ পরিচিতি।
3. কিভাবে ক্রেতা বিক্রেতা স্ট্যাম্প পূরণ করবেন।
No comments:
Post a Comment
আপনার মূল্যবান মতামত আশা করছি।