Bajaj Motorcycle Service Center In Dhaka, ঢাকার মধ্যে বাজাজের সার্ভিস সেন্টার - Bajaj Motorcycle Bangladesh, Dealer of Uttara Motors Ltd.

We Bajaj Point 3S Exclusive Dealer of Uttara Motors Ltd in Dhaka.

আমাদের সরাসরি কল করুন।

01813-174514

Post Top Ad

demo-image
Youtube-Cover-Page

Bajaj Motorcycle Service Center In Dhaka, ঢাকার মধ্যে বাজাজের সার্ভিস সেন্টার

Share This

 

ফ্রি সার্ভিস পিরিওডিক্যাল মেইনট্যানেন্স/পর্যায়ক্রমিক

নীতিমালাঃ

নতুন ক্রয়কৃত সকল বাজাজ মোটরসাইকেল এই কার্যক্রমের আওতায় সুযোগ সুবিধা পাবে।
7500 কিলোমিটার বা 270 দিন (যেটা আগে আসে) সময় সীমা পর্যন্ত নতুন ক্রয়কৃত সকল বাজাজ মোটরসাইকেল ফ্রি সার্ভিসের অন্তর্ভুক্ত হবে।
উত্তরা মোটর্স লি: এর যে কোন শাখা অথবা পরবর্তী পৃষ্ঠাসমূহে উল্লেখিত অনুমোদিত সার্ভিস ষ্টেশন হতে গ্রাহকগণ সার্ভিস ম্যানুয়েল বর্ণিত “পিরিওডিক্যাল মেইনট্যানেন্স/পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম বিনামূল্যে গ্রহণ করিবেন।

সীমাবদ্ধতাঃ

গ্রাহকগণ মোটরসাইকেলের রক্ষণাবেক্ষণের জ্যন প্রতিবার উত্তরা মোটর্স লিঃ অথবা অনুমোদিত সার্ভিস শপ থেকে সেবা গ্রহণ করবেন।
প্রত্যেক সার্ভিস-এর সময় এই রক্ষণাবেক্ষণ বইটি সঙ্গে নিয়ে আসতে হবে। সার্ভিস/মেরামত এর পর মতামত ও স্বাক্ষর সহ সংশ্লিষ্ট কুপনটি সার্ভিস শপে জমা দিতে হবে এবং কাজের রেকর্ড নির্দেশিকা বইতে লিপিবদ্ধ করতে হবে।

ওয়ারেন্টি নীতিমালা।

সকল বাজাজ মোটর সাইকেলের শুধুমাত্র ইঞ্জিনের জন্য বিক্রয়ের তারিখ থেকে পরবর্তী 2 বছর অথবা 20000 (বিশ হাজার) কিলোমিটার (যা প্রথমে আসে ত্রুটিমুক্ত চলার নিশ্চয়তা প্রদান করা হচ্ছে।
ওয়ারেন্টি মেয়াদের মধ্যে মোটর সাইকেলটির ইঞ্জিনে কোন ক্রটি পরিলক্ষিত হলে তৎক্ষণাৎ ওয়ারেন্টি কার্ড, নির্দেশিকা বই ও মোটরসাইকেলটি সহ উত্তরা মোটর্স লিঃ এর যে কোন শাখায় যোগাযোগ করতে হবে। উত্তরা মোটর্স লিঃ ক্ষতিগ্রস্থ যন্ত্রাংশ মেরামত বা প্রয়োজনে বদল করে দেবে।

সীমাবদ্ধতা।

যন্ত্রাংশের ত্রুটিজনিত ফলস্বরূপ অন্য কোন ক্ষতি বা লোকসানের দায়দায়িত্ব উত্তরা মোটর্স লিঃ বহন করবে না।
অয়েল ফিল্টার, ক্লাচ প্লেট, ক্লাচ এ্যাসেম্বলী, স্পার্ক প্লাগ, ড্রাইভিং চেইন, ব্রেক কন্ট্রোল ক্যাবল সমূহ, ইলেকট্রিক যন্ত্রাংশ, ব্যাটারী ও রাবার আইটেম ইত্যাদি ইঞ্জিন ওয়ারেন্টির আওতায় পড়বে না।


নিম্ন লিখিত কারণ সমূহের জন্যে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।

  • কোম্পানী কর্তৃক নির্ধারিত সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা না হলে।
  • বিক্রিত মোটর সাইকেলটি উত্তরা মোটর্স লিঃ বা তার অনুমোদিত সার্ভিসশপে সার্ভিস গ্রহণ করে তারিখ ও কিঃ মিঃ রক্ষণাবেক্ষণ নির্দেশিকা বইতে লিপিবদ্ধ না করলে এবং সময় অনুযায়ী নিয়মিত 8টি (আট) সার্ভিস গ্রহণ না করলে।
  • মোটরসাইকেল বা এর যন্ত্রাংশ দুর্ঘটনা বা অপব্যবহারের কারণে ক্ষতিগ্রস্থ হলে (যেমন: মিউজিক বাতি, হর্ণ রিমোট কন্ট্রোল ইত্যাদি লাগানো হলে।)
  • যন্ত্রাংশ অন অনুমোদিত ভাবে পরিবর্তন, মেরামত বা রূপান্তর করা হলে।
  • মোটর সাইকেলটি কোন প্রতিযোগিতা/র‌্যালীতে অংশগ্রহণ বা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হলে।
  • রং ছাড়া যন্ত্রাংশ যেমন- ক্র্যাংক কেস, সিলিন্ডার ব্লক ইত্যাদি সমুদ্র তীরবর্তী লবণাক্ত আবহাওয়ায় নষ্ট হলে।

 

বাজাজ পয়েন্ট (উত্তরা মোটর্স অনুমোদিত সার্ভিস, মোটরসাইকেল, পার্টস ডিলার)

শহীদ বাকী সড়ক
400/বি মালিবাগ চৌধুরী পাড়া
ঢাকা-1219
ফোন: 01977977744, 01835442840

Free Dervice Periodical Maintenance. ফ্রি সার্ভিস পিরিওডিক্যাল মেইনটেনেন্স


Bajaj+Motorcycle+Free+Service+Periodical+Maintenance

 Time of Serviceing/ সার্ভিসের সময়সূচী।

Time+of+Free+%2526+Paid+Service
Bajaj+Motorcycle+Maintenance+Chart+01

Bajaj+Motorcycle+Maintenance+Chart+02

Maintenance+Term

Bajaj+Authorized+Service+Center+In+Bangladesh+01

Bajaj+Authorized+Service+Center+In+Bangladesh+02

Bajaj+Authorized+Service+Center+In+Bangladesh+03

3S Dealer of Bajaj Motorcycle. বাজাজ মোটরসাইকেলের 3এস ডিলার।

Bajaj+Authorized+3S+Dealer+of+Bangladesh+01

Bajaj+Authorized+3S+Dealer+of+Bangladesh+02

Bajaj+Authorized+3S+Dealer+of+Bangladesh+03

Bajaj+Authorized+3S+Dealer+of+Bangladesh+04

Bajaj+Authorized+3S+Dealer+of+Bangladesh+05

Bajaj+Authorized+3S+Dealer+of+Bangladesh+06

Bajaj+Authorized+3S+Dealer+of+Bangladesh+07

Bajaj+Authorized+3S+Dealer+of+Bangladesh+08

Bajaj+Authorized+3S+Dealer+of+Bangladesh+09

 

 Bajaj Genuine Parts Showroom. বাজাজ জেনুইন পার্টস শুরুম

Bajaj+Gunine+Parts+Dealer+list+in+Bangladesh+01

Local+Mechanic+of+Bajaj+Motorcycle+01

Local+Mechanic+of+Bajaj+Motorcycle+02

Tips+for+Fuel+Efficient

How+to+Charged+Battery

Comment Using!!

No comments:

Post a Comment

আপনার মূল্যবান মতামত আশা করছি।

Post Bottom Ad

Pages