How to Transfer Ownership of Motorcycle, মোটরসাইকেলরে মালিকানা পরিবর্তনের নিয়মাবলী। - Bajaj Motorcycle Bangladesh, Dealer of Uttara Motors Ltd.

We Bajaj Point 3S Exclusive Dealer of Uttara Motors Ltd in Dhaka.

আমাদের সরাসরি কল করুন।

01813-174514

Post Top Ad

demo-image
OWNERSHIP_TRANSFER

How to Transfer Ownership of Motorcycle, মোটরসাইকেলরে মালিকানা পরিবর্তনের নিয়মাবলী।

Share This

Ownership Transfer, মালিকানা পরিবর্তন।

ক্রেতার করণীয়:-

  1. নির্ধারিত ফরম ‘টি.ও’ তে ক্রেতার স্বাক্ষর এবং ‘টি.টি.ও’ এর নির্ধারিত স্থানে ক্রেতার নমুনা স্বাক্ষর প্রদান করতে হবে।
  2. নির্ধারিত ফিস জমাদানের রশিদের বি.আর.টি.এ’র মূলকপি দাখিল।
  3. ক্রেতাকে তার টিন (T.I.N) সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র এবং বর্তমান ঠিকানার স্বপক্ষে টেলিফোন বিল/বিদ্যুৎ বিল ইত্যাদি যে কোনটির সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
  4. ক্রেতাকে তার মূল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ব্লু-বুক) এর উভয় কপি প্রদান/ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং হালনাগাদ ট্যাক্স-টোকেন, ফিটনেস, রুট পারমিট (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে।
  5. ছবিসহ ক্রয় সংক্রান্ত ২০০/- টাকা অথবা সরকার নির্ধারিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা দাখিল। ক্রেতা যদি কোনো প্রতিষ্ঠান হয় তাহলে হলফনামার পরিবর্তে অফিসিয়াল প্যাডে চিঠি প্রদান করতে হবে।
  6. নির্ধারিত নমুনা স্বাক্ষর ফরমে ক্রেতার নমুনা স্বাক্ষর এবং তিনকপি স্ট্যাম্প সাইজের রঙ্গিন ছবিসহ ফরমের অন্যান্য সকল তথ্য ইংরেজি BLOCK LETTER এ পূরণ করে দাখিল করতে হবে।
  7. মোটরযানটি সরেজমিনে পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে উপস্থিতিকরণ।
  8. বিক্রেতার স্বাক্ষর গরমিল হলে তাঁকে বি.আর.টি.এ অফিসে উপস্থিতি নিশ্চিতকরণ।

বিক্রেতার করণীয়:

  1. ফরম ‘টি.টি.ও’ এবং বিক্রয় রশিদে বিক্রেতার স্বাক্ষর প্রদান (স্বাক্ষীর স্বাক্ষর ও রাজস্ব স্ট্যাম্পসহ)।
  2. ছবিসহ বিক্রয় সংক্রান্ত ২০০/- টাকা অথবা সরকার নির্ধারিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা দাখিল।
  3. বিক্রেতা যদি কোম্পানী হয় কোম্পানীর লেটার হেড প্যাডে ইন্টিমেশন, বোর্ড রেজুলেশন ও অথরাইজেশনপত্র প্রদান।
  4. মোটরযানটি ব্যাংক অথবা অন্য কোন প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ থাকলে দায়বদ্ধকারী প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ সংক্রান্ত ছাড়পত্র, লোন এ্যাডজাষ্টমেন্ট স্টেটমেন্ড, ব্যাংক কর্তৃক সহকারী পরিচালক(ইঞ্জিঃ) বিআরটিএ বরাবর অনুরোধ পত্র এবং ২০০/- টাকা অথবা সরকার নির্ধারিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা প্রদান।
  5. বিক্রেতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল।
  6. বিক্রেতার স্বাক্ষর গরমিল হলে সরেজমিনে অফিসে উপস্থিতি।
Comment Using!!

No comments:

Post a Comment

আপনার মূল্যবান মতামত আশা করছি।

Post Bottom Ad

Pages