জ্বালানী সাশ্রয়ের উপায়।
- স্বাভাবিক গতিতে (40-45 কি:মি: স্পীডে তেল খরচ সবচেয়ে কম) মোটরসাইকেল চালানোর অভ্যাস গড়ে তুলুন।
- ঘন ঘন স্টার্ট করে এবং বন্ধ করে অযথা তেল নষ্ট করবেন না।
- হঠাৎ ব্রেক করার অভ্যাস পরিহার করুন। খুব প্রয়োজন না হলে হঠাৎ ব্রেক করবেন না।
- ব্যস্ত সময়ে ফাঁকা রাস্তা বেছে নিন।
- মোটরসাইকেলে অতিরিক্ত বোঝাই করবেন না। (2 জনের অধিক)।
- এক্সেলারেটর ঘুরানোর সময় চিন্তা করে ঘুরান। যত বেশী ঘুরাবেন তত বেশী তেল বের হয়ে যাবে।
- যদি 2 মিনিটের চেয়ে বেশী কোথাও দাঁড়াতে হয় তবে ইঞ্জিন বন্ধ করে দিন।
- মোটরসাইকেল থেকে তেলের গন্ধ বের হলে কোথাও তেল লিক করছে কিনা দেখে নিন। ট্যাংক এর ঢাকনা পর্যন্ত তেল নেবেন না।
- ব্রেক ঠিকমত কাজ করে কিনা দেখে নিন। ব্রেক করার সময় সামনে এবং পিছনের ব্রেক এক সাথে চাপুন।
No comments:
Post a Comment
আপনার মূল্যবান মতামত আশা করছি।