মোটরসাইকেলের জ্বালানী সাশ্রয়ের উপায়। - Bajaj Motorcycle Bangladesh, Dealer of Uttara Motors Ltd.

We Bajaj Point 3S Exclusive Dealer of Uttara Motors Ltd in Dhaka.

আমাদের সরাসরি কল করুন।

01813-174514

Post Top Ad

Responsive Ads Here
মোটরসাইকেলের জ্বালানী সাশ্রয়ের উপায়।

মোটরসাইকেলের জ্বালানী সাশ্রয়ের উপায়।

Share This

জ্বালানী সাশ্রয়ের উপায়।

  1. স্বাভাবিক গতিতে (40-45 কি:মি: স্পীডে তেল খরচ সবচেয়ে কম) মোটরসাইকেল চালানোর অভ্যাস গড়ে তুলুন।
  2. ঘন ঘন স্টার্ট করে এবং বন্ধ করে অযথা তেল নষ্ট করবেন না।
  3. হঠাৎ ব্রেক করার অভ্যাস পরিহার করুন। খুব প্রয়োজন না হলে হঠাৎ ব্রেক করবেন না।
  4. ব্যস্ত সময়ে ফাঁকা রাস্তা বেছে নিন।
  5. মোটরসাইকেলে অতিরিক্ত বোঝাই করবেন না। (2 জনের অধিক)।
  6. এক্সেলারেটর ঘুরানোর সময় চিন্তা করে ঘুরান। যত বেশী ঘুরাবেন তত বেশী তেল বের হয়ে যাবে।
  7. যদি 2 মিনিটের চেয়ে বেশী কোথাও দাঁড়াতে হয় তবে ইঞ্জিন বন্ধ করে দিন।
  8. মোটরসাইকেল থেকে তেলের গন্ধ বের হলে কোথাও তেল লিক করছে কিনা দেখে নিন। ট্যাংক এর ঢাকনা পর্যন্ত তেল নেবেন না।
  9. ব্রেক ঠিকমত কাজ করে কিনা দেখে নিন। ব্রেক করার সময় সামনে এবং পিছনের ব্রেক এক সাথে চাপুন।

No comments:

Post a Comment

আপনার মূল্যবান মতামত আশা করছি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages